ঢাকা, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

সবারই এক সময় অবসরে যেতে হবে: তাসকিন আহমেদ

স্পোর্টস ডেস্ক

 প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৩:২৫ দুপুর  

বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার চলতি মাসে আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। যদিও এর মধ্যে মুশফিকুর রহিমের সামনে টেস্ট ফরম্যাটের দরজা খোলা। এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিষয়টি দুঃখজনক হলেও টাইগার পেসার তাসকিন আহমেদ বাস্তবতা হিসেবে মেনে নিচ্ছেন।

শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে অবসর প্রসঙ্গে তাসকিন বলেন, খেলোয়াড় হিসেবে সবারই একসময় অবসরে যেতে হবে। দুঃখের বিষয় হলেও এটাই বাস্তবতা, বড় ভাইয়েরা অনেক বছর সার্ভিস দিয়েছেন। এখন আমরা যারা আছি আর সামনে যারা আসবে তাদের দায়িত্ব নিতে হবে।

এই শূন্যতা পূরণ না হওয়া নিয়ে তাসকিন বলেন, ১৫-২০ বছরের অভিজ্ঞতার তফাৎ, এটা পূরণ করা সময়েরও ব্যাপার। তারা অনেকদিন খেলেছেন, দেশকে জিতিয়েছেনও। তাদের মতো অভিজ্ঞদের তো দল অবশ্যই মিস করবে। এখন ৪-৫ জন যারা আছি ১০ বছর খেলে ফেলেছি, সামনে যারা আসবে, সবাই মিলে দায়িত্ব নিতে হবে। এই ট্রানজিকশন পিরিয়ড যত দ্রুত ঠিক হবে তত দলের জন্য ভালো।

জুনিয়র সতীর্থ ও পেস বিভাগে নতুন সেনসেশন নাহিদ রানাকে নিয়ে তিনি বলেন, নাহিদ আমাদের অনেক বড় এক সম্ভাবনা, কোনো সন্দেহ নেই। ধীরে ধীরে আরও উন্নতি করছে। ওর কঠোর পরিশ্রম, নিবেদন যদি ঠিক থাকে আশা করি বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে।

দৈনিক সরোবর/ইএইচপি