ঢাকা, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত: শান্ত

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০২:৩৫ দুপুর  

ফাইল ফটো

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে চলছে নানামুখী আলোচনা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে পোশাককর্মী রুবেল নিহত হলে বৃহস্পতিবার তার বাবা ঢাকার আদাবর থানায় হত্যা মামলা  করেন। সেখানে আসামির তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য সাকিব। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, বিশ্বসেরা অলরাউন্ডারের বিরুদ্ধে এমন মামলা অপ্রত্যাশিত। 

আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিনায়ক শান্ত লিখেছেন, ‘সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি, সকল আঁধার কেটে, নতুন আলো আসবে!’

গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। এই মামলায় ১৪৭ আসামির তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন শীর্ষস্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যও রয়েছেন। এফআইআরে সাকিবকে আসামির তালিকায় রাখা হয়েছে ২৮তম স্থানে। 

দৈনিক সরোবর/কেএমএএ