ঢাকা, সোমবার, ২৬ আগস্ট ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১

কোটা আন্দোলন: দেশের পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

সরোবর প্রতিবেদক 

 প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০৬:৪৮ বিকাল  

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সাধারন শিক্ষার্থী, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে চলছে তুমুল লড়াই। চলমান এ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুরে বিজিবি মোতায়েন করেছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের এ কথা জানান। 

সকাল থেকেই কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। চট্টগ্রামে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রংপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এলাকা। গুলিবিদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ (২৫) নিহত হন। ঢাকায় সায়েন্স ল্যাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের তুমুল সংঘর্ষ হয়েছে। পুরান ঢাকার চানখাঁরপুলেও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দৈনিক সরোবর/এএস