ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

আবারও প্রেসিডেন্ট প্রার্থী হবেন পুতিন

সরোবর ডেস্ক 

 প্রকাশিত: ডিসেম্বর ০৮, ২০২৩, ০৭:১৬ বিকাল  

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও তিনি প্রার্থী হবেন। শুক্রবার তিনি এ কথা বলেন। এর ফলে অন্তত ২০৩০ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

১৯৯৯ সালের শেষ দিনে বরিস ইয়েলেৎসিনের কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন পুতিন। ইতোমধ্যে জোসেফ স্ট্যালিনের পর রাশিয়ার দীর্ঘমেয়াদী শাসকে পরিণত হয়েছেন তিনি। লিওনিদ ব্রেজনেভের ১৮ বছরের শাসনামলকে তিনি পেছনে ফেলেছেন।

শুক্রবার ইউক্রেনে যুদ্ধরত সেনাদের রাশিয়ার সর্বোচ্চ সামরিক পদক প্রদানের পর এক লে. কর্নেল আর্টিওম জগা পুতিনকে আবারও প্রার্থী হওয়ার আহ্বান জানান।

তখন পুতিন বলেন, ভিন্ন সময়ে আমার ভিন্ন চিন্তা ছিল, তা আড়াল করব না। কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। আমি প্রেসিডেন্ট পদে আবার প্রার্থী হবো।

নভেম্বর মাসে রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট পুতিনের জন্য নির্বাচন আনুষ্ঠানিকতা মাত্র। রাষ্ট্রের সমর্থন, মিডিয়ার সমর্থন এবং কোনও মূলধারার বিরোধিতা না থাকায় তার জয়ী হওয়া এক প্রকার নিশ্চিত। ৭ অক্টোবর ৭১ বছরে পদার্পণ করেছেন রুশ নেতা। বিরোধী রাজনীতিকরা পুতিনকে রাশিয়ার দুর্নীতিগ্রস্ত এক নায়ক হিসেবে সমালোচনা করে আসছেন। তবে পুতিন সমর্থকদের দাবি, তার পক্ষে ৮০ শতাংশের বেশি সমর্থন রয়েছে।

বৃহস্পতিবার রাশিয়ার পার্লামেন্টের উচ্চ কক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আগামী ২০২৪ সালের ১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তথ্য সূত্র: রয়টার্স

দৈনিক সরোবর/এএস