ফিলিস্তিনে নিহত স্মরণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশ
সরোবর ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩, ০৪:০১ দুপুর

ফিলিস্তিনে ইসরাইলি হামলায় নিহতদের স্মরণে শনিবার (২১ অক্টোবর) দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের আদেশ জারি করা হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, শনিবার বাংলাদেশের সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এ ছাড়া শুক্রবার বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য দেশের সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।
দৈনিক সরোবর/এএস