ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

হামাস-ইসরাইল সংঘাতে তেলের বাজার অস্থিতিশীল

সরোবর ডেস্ক 

 প্রকাশিত: অক্টোবর ০৯, ২০২৩, ০৩:৫১ দুপুর  

তৃতীয় দিনে পা দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যকার সংঘাত। রক্তক্ষয়ী এই যুদ্ধের প্রভাভ পড়েছে তেলের বাজারে। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার যুদ্ধের প্রভাবে অস্থিতিশীল হয়ে উঠেছে। বিশ্ববাজারে এরই মধ্যে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৪ শতাংশের বেশি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন সিএনবিসি টিভির খবর অনুসারে, সোমবার লেনদেনের শুরুতে এশীয় বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৪ দশমিক ৯৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি সর্বোচ্চ ৮৮ দশমিক ৭৬ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। অর্থাৎ দাম বেড়েছে প্রায় ৪ দশমিক ৯৪ শতাংশ।

অথচ তিন দিন আগে (৬ অক্টোবর) এই তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৫৮ ডলার ছিল।

এদিন দাম বেড়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডব্লিউটিআই)। সোমবার এশীয় বাজারে ডব্লিউটিআই’র দাম ৪ দশমিক ২৩ ডলার বা ৫ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ০২ ডলারে পৌঁছেছে।

দৈনিক সরোবর/এএস