ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

প্রিগোজিনের প্লেন বিধ্বস্ত নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন তথ্য

সরোবর ডেস্ক 

 প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৩, ০৬:১০ বিকাল  

ছবি ইন্টারনেট

প্লেন বিধ্বস্ত হয়ে বুধবার (২৩ আগস্ট) নিহত হয়েছেন রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন। তাকে বহনকারী বিমানটি কীভাবে বিধ্বস্ত হলো এ নিয়ে চলছে নানান গুঞ্জন।

বিভিন্ন সূত্রের বরাতে রাশিয়ার সংবাদমাধ্যম বলেছিল, প্রিগোজিনের প্লেনে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জেনারেল প্যাট রাইডার ২৪ আগস্ট এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, প্লেনে ক্ষেপণাস্ত্র ছোড়ার কোনো আলামত তারা পাননি। এছাড়া তাকে জিজ্ঞেস করা হয়েছিল, প্লেনের ভেতর কী কোনো বোমা স্থাপন করা হয়েছিল? যেটি বিস্ফোরিত হয়ে এটি বিধ্বস্ত হয়েছে। এ প্রশ্নের উত্তর দেননি তিনি।

তবে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন প্রিগোজিনকে বহনকারী প্লেনটি ‘ইচ্ছাকৃতভাবে ঘটানো বিস্ফোরণে’ বিধ্বস্ত হয়েছে। সন্দেহ বাড়ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনার মূলে ছিলেন।

পরিচয় গোপন রাখার সূত্রে মার্কিন এ গোয়েন্দা সূত্রটি বলেছে, তাদের প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে প্রিগোজিনকে ‘টার্গেট’ করা হয়েছিল এবং যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি পুতিনের ‘সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়ার’ লম্বা ইতিহাসের অংশ। তবে এই সূত্রটি জানায়নি কীভাবে প্লেনে বিস্ফোরণ হলো।

অনেকের বিশ্বাস, গত জুনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে তিনি যে বিদ্রোহ করেছিলেন, সেটিরই প্রতিশোধের অংশ হিসেবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই প্লেন বিধ্বস্ত হয়ে প্রিগোজিনের কয়েকজন লেফটেনেন্টও নিহত হয়েছেন।

প্রিগোজিনের প্লেনটি মাটিতে আছড়ে পড়ার আগে কেউ একজন সেটির ভিডিও ধারণ করেন। এতে প্লেনটি ঘুরতে ঘুরতে খাড়াখাড়িভাবে নিচে পড়ে যেতে দেখা যাচ্ছিল। এছাড়া প্লেনটির পাখাসহ কিছু অংশ ছিল না। এতে বোঝা যাচ্ছিল মাটিতে আছড়ে পড়ার আগে প্লেনটিতে আঘাত হানা হয়েছিল।
সূত্র: আল জাজিরা

দৈনিক সরোবর/এএস