ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

পাইলটের সিটে বিষধর সাপ, জরুরি অবতরণ!

সরোবর ডেস্ক

 প্রকাশিত: এপ্রিল ০৭, ২০২৩, ০৬:০৬ বিকাল  

প্লেন যখন ঠিক মাঝ আকাশে এমন সময়েই ককপিটের ভেতরে একটি সাপ চোখে পড়ে পাইলটের। বিষয়টি দেখে স্বাভাবিকভাবেই পাইলট রুডলফ ইরাসমাস প্রথমে বেশ ঘাবড়ে গিয়েছিলেন। তবে এমন পরিস্থিতিতেও পাইলট মাথা ঠাণ্ডা রেখে প্লেনটিকে জরুরি অবতরণ করেন।

এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার রুডলফ ইরাসমাস ওরচেস্টার থেকে নেলসপ্রুট যাচ্ছিলেন। ছোট প্নেনটিতে যাত্রী ছিল মাত্র চারজন।

তিনি বলেন, প্রায় পাঁচ বছর ধরে প্লেন চালাচ্ছি। এতটা কঠিন পরিস্থিতি আগে কখনো হয়নি। যখন সাপটি চোখে পড়ে, তখন ওয়েলকমের বিমানবন্দরের কাছাকাছি ছিলাম। সঙ্গে সঙ্গে ইরাসমাস জোহানেসবার্গের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন।

ইরাসমাস বলেন, সোমবার সকালে যখন আমরা প্রিফ্লাইট কার্যক্রম করছিলাম, তখনই ওরচেস্টার এয়ারফিল্ডের লোকেরা আমাদের এই সাপটার বিষয়ে জানিয়েছিল। তারা জানান, রবিবার বিকেলে বিমানের ডানার ঠিক নিচে একটি কেপ কোবরা পড়ে থাকতে দেখেছিলেন। সাপটি ধরার চেষ্টা করেছিলেন বিমানবন্দর কর্মীরা। কিন্তু দুর্ভাগ্যবশত এটি পালিয়ে যায়। কিন্তু সেই সাপ যে প্লেনের ভেতরে ঢুকে বসে থাকবে, তা কেউ কল্পনাও করেননি।

তিনি বলেন, আমি সাধারণত সবসময় সঙ্গে একটি পানির বোতল রাখি। সেদিন প্লেন চালানোর সময়ে হঠাৎ কোমরের কাছে কেমন ঠাণ্ডা ঠাণ্ডা লাগছিল। প্রথমে ভেবেছিলাম বোতলের জন্য। তারপর নিচের দিকে তাকালাম। দেখলাম আমার সিটের নিচে একটি সাপ ঢুকে যাচ্ছে।

তিনি আরো বলেন, প্রথমে আমি হতভম্ব হয়ে পড়ি। যাত্রীদের বলবো কি না ভাবছিলাম। বললেই তারা আতঙ্কিত হয়ে যাবেন। কিন্তু বলতে তো হতই। আমি শুধু বললাম, একটি সমস্যা হয়েছে। প্লেনের ভেতরে একটি সাপ রয়েছে। আমার আসনের নিচে। আমাদের যতটা দ্রুত সম্ভব বিমানটি অবতরণ করাতে হবে।

দৈনিক সরোবর/ আরএস