ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ
প্রকাশিত: জানুয়ারী ২৩, ২০২৩, ১০:১৪ দুপুর

ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।
শনিবার (২২ জানুয়ারি) দেশটির রাজধানী তেল আবিবে জড়ো হয়েছিলেন বিক্ষুব্ধ জনতা। তারা নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিয়েছেন।
বিবিসি জানায়, বিক্ষোভকারীরা বলেছেন, বিচার বিভাগীয় সংস্কার হলে আদালতের গণতান্ত্রিক ভারসাম্য হুমকির মুখে পড়বে। তবে সরকার বলছে, বিচারকদের বাড়াবাড়ি বন্ধ করার জন্য সরকার সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে।
সরকারের এই সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে এরই মধ্যে মাঠে নেমেছেন আইনজীবীদের সংগঠনসহ ব্যবসায়িক নেতারা। তারা বলছেন, নেতানিয়াহুর এসব উদ্যোগ এরই মধ্যে সমাজের ভেতরে রাজনৈতিক বিভাজনকে প্রশস্ত করেছে।
ইসরায়েলের বার অ্যাসোসিয়েশনের প্রধান আভি চিমি বলেছেন, ‘তারা দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। তারা বিচার বিভাগের কর্তৃত্বকে ধ্বংস করতে চায়। এটা হতে পারে না। কারণ বিচার বিভাগীয় কর্তৃত্ব ছাড়া পৃথিবীতে কোনো গণতান্ত্রিক দেশ নেই।’
গত বছরের নভেম্বরে ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহুবিরোধী বামপন্থীরা। নির্বাচনের পর থেকেই তারা বিক্ষোভ করছেন। এরই মধ্যে তৃতীয় সপ্তাহে পা দিয়েছে বিক্ষোভ। এরই মধ্যে ইতিহাসের অন্যতম ডানপন্থী সরকার গঠন করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। সরকার গঠনের পর তিনি বিচার বিভাগ সংস্কারের ঘোষণাও দিয়েছেন। ফলে বামপন্থীদের বিক্ষোভে এবার যোগ দিয়েছেন আইনজীবী, ব্যবসায়ীসহ হাজার হাজার সাধারণ মানুষ।
দৈনিক সরোবর/এমকে