ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ১১:০৫ দুপুর  

ফাইল ফটো

মিয়ানমারে ৫ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে ভূমিকম্পটি অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ৬।

রয়টার্স জানায়, মিয়ানমারের মনিওয়া থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূকম্পনটি আঘাত হানে। উৎপত্তিস্থলে ভূমিকম্পটির গভীরতা ছিলো ১৪৪ কিলোমিটার। 

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) আরো জানায়, স্থানীয় সময় ৪টা ২২ মিনিটে মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মওলাইকে ভূমিকম্পটি আঘাত হানে। আর রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৬।

দৈনিক সরোবর/এমকে