ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

যুদ্ধের পর ইসরায়েলই যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে গাজা: ট্রাম্প

সরোবর ডেস্ক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ০৬, ২০২৫, ০৭:৫১ বিকাল  

গাজা দখলে নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের পর ইসরায়েলই গাজা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে এবং সেজন্য সেখানে কোনো মার্কিন সেনারও দরকার পড়বে না।

“যুদ্ধের সমাপ্তিতে ইসরায়েল গাজা ভূখণ্ড যুক্তরাষ্ট্রের কাছে দিয়ে দেবে। ফিলিস্তিনিরা ততক্ষণে দূরে ওই অঞ্চলের নিরাপদ কোনো স্থানে, আরও সুন্দর এলাকায়, নতুন ও অত্যাধুনিক বাড়িতে পুনর্বাসিত হবে,” বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প এমনটাই লিখেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেবে- কয়েকদিন আগে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্য এরই মধ্যে বিশ্বজুড়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। সেসবকে পাত্তা না দিয়ে বৃহস্পতিবার ট্রাম্প ফের তার গাজা দখলের পরিকল্পনার কথা জানালেন।

আরব দেশগুলো তো বটেই, যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত ইউরোপের অনেক দেশও এরই মধ্যে ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।

যুক্তরাষ্ট্র সফরে যাওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মঙ্গলবার প্রথম ট্রাম্প তার গাজা দখলে নেওয়ার পরিকল্পনার কথা জানান। সেসময় অবশ্য এই পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। কীভাবে এটি যুক্তরাষ্ট্রের দখলে যাবে তাও খোলাসা করেননি।

ইসরায়েল এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ সংক্রান্ত পরিকল্পনা প্রস্তুতে সেনাবাহিনীকে নির্দেশও দিয়েছেন।

গাজাবাসীদের স্থায়ী না অস্থায়ীভাবে সরানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প আগে ‘দুটি পথই’ খোলা থাকার কথা জানালেও বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, গাজা থেকে বাসিন্দাদের সরানো হবে সাময়িক সময়ের জন্য।

গাজার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সেখানে মার্কিন সেনা পাঠানোর দরকার হবে না বলেও বৃহস্পতিবারের মন্তব্যে বলেছেন ট্রাম্প।

“কোনো মার্কিন সেনার দরকার পড়বে না,” বলেছেন তিনি। সূত্র: রয়টার্স

দৈনিক সরোবর/ইএইচপি