ঢাকা, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

হানিয়ার জানাজা পড়ালেন খামেনি

 সরোবর ডেস্ক

 প্রকাশিত: আগস্ট ০১, ২০২৪, ০৮:৫৬ রাত  

ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার শেষকৃত্য হয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজার নামাজে ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়া্তুল্লাহ আলি খামেনি।

আল-জাজিরা জানায়, হানিয়ার পোস্টার এবং ফিলিস্তিনি পতাকা নিয়ে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয় হাজার হাজার শোকার্ত মানুষ। জানাজা শেষে হানিয়া ও তার দেহরক্ষীর মৃতদেহ নিয়ে আজাদি স্কয়ার পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তাজুড়ে মিছিল করেছে জনতা।

তেহরানে এই আনুষ্ঠানিকতা শেষের পর ইসমাইল হানিয়ার লাশ কাতারের রাজধানী দোহায় নিয়ে যাওয়া হবে তাকে সমাহিত করার জন্য।

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে যাওয়ার পর সেখানকার বাসভবনে হামলায় বুধবার নিহত হন হানিয়া। পরদিন হানিয়ার শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ভাষণ দিয়ে।

তিনি বলেন, শহীদ ইসমাইল হানিয়া বিশ্বব্যাপী ফিলিস্তিনি জনগণের কণ্ঠ ছিলেন। তিনি কেবল একজন নেতা ছিলেন না, জ্ঞানী মানুষও ছিলেন।

‘তার রক্ত বৃথা যাবে না’ মন্তব্য করে গালিবাফ বলেন, আমাদের জবাব আসবে। সঠিক সময়ে সঠিক জায়গায়। আমাদের দেশের মাটিতে আমাদের অতিথি হামলার নিশানা হওয়া এবং হত্যার শিকার হওয়াটা মেনে নেওয়া কঠিন।

তেহরানে হানিয়া হত্যার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বলে জানিয়েছে আল-জাজিরার সাংবাদিক। তিনি বলেন, একদিকে- ইরানিরা এ ধরনের চলমান হত্যাকাণ্ডের ঘটনায় বিরক্ত। কারণ, ইরানে এটিই প্রথম হত্যাকাণ্ড নয়।

দৈনিক সরোবর/এএস