ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

হিলি বন্দর 

৩৪ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমোদন

সরোবর প্রতিবেদক  

 প্রকাশিত: ফেব্রুয়ারি ০২, ২০২৪, ০৩:৩৩ দুপুর  

দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৪৯ জন আমদানিকারককে ৩৪ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগোনিরোধের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেন।

তবে অনুমতি দিলেও এলসি খুলতে কিছু সময় লাগে। দ্রুত প্রক্রিয়া শেষ করে ভারত থেকে আলু আমদানি শুরু হবে। আগামী ৩ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানি হতে পারে।

দৈনিক সরোবর/এএস