ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

একদিনে আমদানি ৯৮০ মেট্রিক টন আলু

সরোবর প্রতিবেদক  

 প্রকাশিত: নভেম্বর ০৫, ২০২৩, ০৬:৪২ বিকাল  

সরকার আলু আমদানির অনুমতি দিলে দ্বিতীয় দিনের মত শনিবার (৪ নভেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দরে সকাল থেকেই আলু বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করতে থাকে। সন্ধ্যা পর্যন্ত ভারতীয় ৩৮টি ট্রাকে ৯৮০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। স্থল বন্দরে গিয়ে দেখা যায় সারিবদ্ধভাবে আলু বোঝাই ট্রাকগুলো দাঁড়িয়ে আছে।

বর্তমানে ভারতীয় সাদা আলু ৩০ টাকা এবং লাল আলু ৩২ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে কমেছে দেশি আলুর দামও। বড় জাতের দেশি আলু ২ টাকা কমে ৩৮ টাকা এবং ছোট জাতের দেশি আলু ৫ টাকা কমে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে পেঁয়াজের দামও কমেছে। চারদিনের ব্যবধানে কেজিপ্রতি কমেছে ১৫ থেকে ২০ টাকা। বর্তমানে ভারতীয় ইন্দোর জাতের পেঁয়াজ ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৭৩ টাকায় এবং সাউথ জাতের পেঁয়াজ ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। আমদানি অব্যাহত থাকলে আরো কমতে পারে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। 

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, ভারত থেকে ১০০ থেকে ১৫০ ডলারে আলু এবং সেই সঙ্গে পেঁয়াজ ৮০০ ডলারে আমদানি করা হচ্ছে। দেশের বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা বিভিন্ন পণ্য আমদানি করে থাকে।

দৈনিক সরোবর/এএস