সিরাজগঞ্জে মাকে হত্যার দায়ে সস্ত্রীক ছেলের মৃত্যুদণ্ড
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৪:১১ দুপুর

দীর্ঘ আট বছর পর সিরাজগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলে ও ছেলের স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত রাষ্ট্রীয় কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শামসুল আলম।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দক্ষিণ রেহাই গুরিবেড় গ্রামের মকসেদ আলীর ছেলে আব্দুস সামাদ ও তাঁর স্ত্রী রাশিদা খাতুন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে আব্দুস সামাদের সঙ্গে তাঁর বৃদ্ধা মা ফাতেমা বেগম একই বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষ করে তার কক্ষে ঘুমিয়ে পড়েন ওই বৃদ্ধা।
পরদিন ভোরে ফাতেমা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ও একটি ছুরি জব্দ করে। পরে আব্দুস সামাদের ভাই আব্দুর রহিম কাজীপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ বড় ছেলে আব্দুস সামাদ ও তার স্ত্রী রাশিদা খাতুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
এ দিকে দীর্ঘ আট বছর এ মামলা চলাকালীন ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। সাক্ষ্যপ্রমাণ শেষে মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় প্রদান করেন। আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
দৈনিক সরোবর/বি কে