নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি স্থগিত
সরোবর প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৩:২৫ দুপুর

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গণবিজ্ঞপ্তি স্থগিত করেছে হাইকোর্ট। একইসাথে, এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে।
আজ মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেয়।
সেই সাথে, বিবাদীদের আগামী চার সপ্তাহের মাঝে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
গতকাল ১৭ই মার্চ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ সংক্রান্ত রিট দায়ের করেন।
রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয়। তথ্যসূত্র: বিবিসি নিউজ বাংলা
দৈনিক সরোবর/এএস