গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২, ০৮:৫৭ রাত

ছবি: প্রতিনিধি
‘আইন মেনে সড়কে চলি-নিরাপদ ঘরে ফিরি’-এ প্রতিপাদ্য নিয়ে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও হাইওয়ে পুলিশ এ কর্মসূচী পালন করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিআরটিএ, বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, কাশিয়ানীতে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের আয়োজনে ভাটিপাড়া হাইওয়ে থানা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা বাজার গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক সরোবর/ আরএস