ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ছয় মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

 প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৪:২০ দুপুর  

চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজে ছয়জনের মরদেহ পাওয়া গেছে। কোস্টগার্ড ও নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন।

সোমবার বিকেল সোয়া ৩টার দিকে মরদেহগুলো পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। 

যে জাহাজটিতে মরদেহ পাওয়া গেছে সেটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে। যাদের মরদেহ পাওয়া গেছে তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।

সৈয়দ মুশফিকুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে জাহাজটির পাঁচটি কক্ষে পাঁচজনের মরদেহ পাওয়া যায়। বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

দৈনিক সরোবর/এএস