ঢাকা, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

ভারতে পালানোর সময় শ্রমিকলীগ নেতা আটক

ঝিনাইদহ প্রতিনিধি

 প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৫:৪১ বিকাল  

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় রবিবার (২৫ আগস্ট) সন্ধায় জনতার হাতে শরিফ আহম্মেদ চাঁদ নামে এক শ্রমিকলীগ নেতা আটক হয়েছেন। পরে তাকে মহেশপুর ৫৮ বিজিবির হাতে সোপর্দ করা হয়।

আটক শরিফ আহম্মেদ চাঁদ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রামনগর গ্রামের আজিবর রহমানের ছেলে। তিনি স্থানীয় তাহেরহুদা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। বিজিবির একটি সুত্র জানায়, রবিবার সন্ধ্যায় শরিফ আহম্মেদ চাঁদ মহেশপুরের খোসালপুর সীমান্ত দিয়ে ভারেত পালানোর চেষ্টা করছিলেন। স্থানীয় গ্রামবাসির কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে বিজিবি’র খোসালপুর ক্যাম্পে সোপর্দ করে। বিজিবির জিজ্ঞাসাবাদে শ্রমিকলীগ নেতা জানান, জীবনের ভয়ে তিনি ভারতে পালিয়ে যাচ্ছিলেন। 

এদিকে হরিণাকুন্ডু উপজেলার রামনগর গ্রামের বাসিন্দারা জানান, চাঁদ এলাকার মানুষকে পুলিশ দিয়ে হয়রানী ও চাঁদাবাজী করতেন। ঠুনকো বিষয়ে বিচার বসিয়ে মানুষকে মারধর করেতন। এ কারণে এলাকার মানুষ তার উপর নাখোশ ছিল। এ ব্যাপারে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল জানান, তিনি এমন কথা শুনলেও বিজিবির পক্ষ থেকে এখনো কোন বার্তা দেয়া হয়নি।

দৈনিক সরোবর/এএস