ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

সিদ্দিকবাজারের রোজ মেরিনার্স মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা

সরোবর ডেস্ক

 প্রকাশিত: মে ১৮, ২০২৩, ০৫:৪৬ বিকাল  

রোজ মেরিনার্স নামে রাজধানীর সিদ্দিকবাজারে অবস্থিত ছয়তলা মার্কেট-কাম-আবাসিক ভবনকে অগ্নিনিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিস, তিতাস গ্যাসের ১২ সদস্যের একটি টিম সিদ্দিকবাজারের ওই মার্কেট পরিদর্শন করে। পরিদর্শন শেষে মার্কেটটিকে তারা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন। বিকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার (মিডিয়া) তথ্যটি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিসের প্রতিনিধি ওয়ারহাউজ ইন্সপেক্টর অধীর চন্দ্র হাওলাদার জানিয়েছেন, ভবনটিতে ২টি বেজমেন্ট রয়েছে, যার একটিতে দোকান বসানো হয়েছে। ভবনটির ২ তলা পর্যন্ত মার্কেট এবং ৩ তলা থেকে ৬ তলা পর্যন্ত আবাসিক। ভবনটির মার্কেট অংশে ৫০০টি দোকান আছে, যেখানে বিপুল মানুষের সমাগম হয় এবং আবাসিক অংশে ১৪০টি পরিবার বসবাস করেন। ভবনটির বেজমেন্ট, মার্কেট এবং আবাসিক অংশে অধিক অগ্নিঝুঁকি বিদ্যমান থাকলেও সেখানে অগ্নিনিরাপত্তার সন্তোষজনক ব্যবস্থা সংরক্ষণ করা নেই।

তিনি আরো জানান, আইন অনুযায়ী অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তামূলক ব্যবস্থা স্থাপন করার মাধ্যমে ভবনটির অগ্নিঝুঁকি কমানো গেলে ভবনটি ঝুঁকিমুক্ত ঘোষণা করা যাবে।