ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ফরিদপুরে জনসভায় যোগ দিয়েছেন শেখ হাসিনা

ফরিদপুর প্রতিনিধি

 প্রকাশিত: জানুয়ারী ০২, ২০২৪, ০৪:০২ দুপুর  

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি। আসন্ন নির্বাচনে সামনে রেখে ফরিদপুরে জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের জনসভায় উপস্থিত হন তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ আসনের নৌকার প্রার্থী শামীম হকের সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনে নৌকার প্রার্থী আব্দুর রহমান, ফরিদপুর-২ আসনে প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী, মাগুরা-১ আসনের প্রার্থী সাকিব আল হাসান, রাজবাড়ী-১ আসনের প্রার্থী কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের প্রার্থী ঝিল্লুল হাকিম প্রমুখ জনসভায় উপস্থিত আছেন।

দৈনিক সরোবর/এএস