ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

কাল জাপার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

সরোবর প্রতিবেদক  

 প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩, ০৭:৪৫ বিকাল  

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি গঠন করেন। কাল ২০২৪ সালের (১ জানুয়ারি) সোমবার জাতীয় পার্টির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাকরাইল কার্যালয়ে সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু করবে দলটি। বাদ মাগরিব আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

রবিবার বিকালে চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ কথা জানান।

সারা দেশের জাতীয় পার্টির সকল মহানগর, জেলা, পৌরসভা ও উপজেলা, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ প্রতিটি ইউনিটে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু।

জাতীয় পার্টির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ১৯৮৬ সালের ১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় পার্টি গঠনের ঘোষণা দেন এরশাদ। ১৯৮৬ সালের অক্টোবরে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এরশাদ পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।

দৈনিক সরোবর/এএস