ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

২৭ ডিসেম্বর আ’লীগের  ইশতেহার, প্রথম জনসভা সিলেটে

সরোবর প্রতিবেদক  

 প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩, ০৩:২৫ দুপুর  

আগামী ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলের সভাপতি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন বলেও জানান তিনি।

সোমবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।

আচরণবিধি মেনে চলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, আগামী ২০ ডিসেম্বর সিলেটে নির্বাচনী প্রথম জনসভা করা হবে।

দৈনিক সরোবর/এএস