ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

দেড় মাস পর রাজধানীতে চলছে বিএনপির বিজয় র‍্যালি 

সরোবর প্রতিবেদক  

 প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩, ০৩:৪৫ দুপুর  

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র‍্যালি করছে। শনিবার দুপুর ২টার পরে নয়াপল্টন থেকে বিজয় র‍্যালি শুরু করে দলটি। র‍্যালি শেষ হবে মালিবাগে। এর আগে র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার দেড় মাস পর নয়াপল্টনে এটিই বিএনপির প্রথম জমায়েত। দীর্ঘদিন পরে কর্মসূচি ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ দেখা গেছে।

ঢাকার বিভিন্ন স্থান থেকে ব্যানার ফেস্টুনের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা হাতে র‍্যালিতে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগানে মুখরিত করছেন রাজপথ।

দৈনিক সরোবর/এএস