ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

‘বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আসার পর দেশে উন্নয়ন সাধিত হয়েছে’

দিনাজপুর প্রতিনিধি

 প্রকাশিত: মার্চ ০৭, ২০২৪, ০৮:০৫ রাত  

বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আসার পর দেশে উন্নয়ন সাধিত হয়েছে বলে মন্তব্য করেছেন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, পিতার স্বপ্ন পূরণে সোনার বাংলা গড়তে শেখ হাসিনা নিয়মিত নতুন আইডিয়া নিয়েই কাজ করছেন। তাঁর সব আইডিয়া আজ সফল।

বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলী নির্বাচিত হওয়ায় পাকেরহাট উন্মুক্ত মঞ্চে খানসামা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, শিক্ষাপ্রতিষ্ঠান ব্যাংক ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। 

অর্থমন্ত্রী বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মেট্রোরেল, পাতাল সড়ক, বিদ্যুৎ ও স্বাস্থ্যসহ আরও অনেক উন্নয়নে হাত দিয়েই তিনি সফল হয়েছেন। অন্যদিকে বিরোধীরা তো কিছু করতে পারেনি, তারা আগুন সন্ত্রাস করে জানমালের ক্ষতিতে ব্যস্ত। তাদের কোনো আন্দোলন সফল হয়নি ফলে বিএনপির কথা মানুষ বিশ্বাস করে না।

ভূমিহীনদের কথা কেউ চিন্তা করেনি মন্তব্য করেনি অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু চিন্তা করলেও তাঁকে সেটি করার সুযোগ দেয়নি স্বাধীনতা বিরোধীরা। তারা তাঁকে হত্যা করে উন্নয়ন বাধাগ্রস্ত করে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আসার পর থেকে এদেশের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। যার সুফল সকলেই পাচ্ছে। এই উন্নয়নের ফলে বাংলাদেশ নতুন রুপ পেয়েছে।

দৈনিক সরোবর/এএস