হঠাৎ ওয়াশিংটন যাচ্ছেন পিটার হাস
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ০২:০১ দুপুর

হঠাৎ করেই ওয়াশিংটন যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার দুপুরে তিনি ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
তবে মার্কিন রাষ্ট্রদূত কী কারণে ঢাকা ত্যাগ করছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে অনেকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশের রাজনীতির ময়দান। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করছে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো। অন্যদিকে সংবিধানের মধ্যে ছাড়া অন্য কোনো ব্যবস্থায় নির্বাচনে যেতে রাজি নয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
এমন অবস্থায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, নাগরিক সমাজ, ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন মহলের সঙ্গে প্রকাশ্য ও গোপন বৈঠক করছেন বাংলাদেশে আলোচিত নাম পিটার হাস।