ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

নারীর ক্ষমতায়নে ৪৭৪ কোটি টাকা দেবে ডেনমার্ক

সরোবর প্রতিবেদক 

 প্রকাশিত: জুন ০৭, ২০২৩, ০৮:২৪ রাত  

ফাইল ফটো

বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে অনুদানভিত্তিক ফ্রেমওয়ার্ক চুক্তি সই হয়েছে। এই চুক্তি অনুযায়ী নারীর ক্ষমতায়নে ৪৭৪ কোটি টাকা অনুদান দেবে ডেনমার্ক। দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে এ চুক্তি করা হয়।

বুধবার রাজধানীতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (এনইসি) সম্মেলন কক্ষে এই চুক্তি সই হয়। এতে চুক্তিতে সই করেন বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব শরিফা খান এবং ডেনিস রাষ্ট্রদূত এইচ ই মিস উইনি ইস্ট্রুপ।

চুক্তির কৌশলগত উদ্দেশ্য হলো- নারীর ক্ষমতায়নের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করা। এছাড়া যুবকদের ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতার উন্নতি করা।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ ও ডেনমার্কের সহযোগিতার ৫০ বছরের দীর্ঘ ইতিহাস রয়েছে। এসময়ে ডেনমার্ক কৃষি, পানি ও স্যানিটেশন, পরিবহন খাত, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও সুশাসন কর্মসূচির ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করে আসছে।

দৈনিক সরোবর/আরএস