ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন সেপ্টেম্বরে 

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৮:৩৩ রাত  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় জি-২০সম্মেলনে অংশ নেবেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই তথ্য জানিয়েছেন।

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেপ্টেম্বরে জি-২০ এর মূল সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমরা যাওয়ার বিষয়ে নিশ্চিত করেছি।’

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কুমার কাত্রার সঙ্গে ফরেন অফিস কনসালটেশন বৈঠকের বিষয়ে তিনি বলেন, এ বিষয়টি নিয়ে আমাদের আলোচনা হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন যে বাংলাদেশ ভারতের নিকটবর্তী প্রতিবেশীর নীতির আওতায় সর্বোচ্চ অগ্রাধিকার লাভ করে। বাংলাদেশ ভারতের বিশ্বস্ত বন্ধু এবং অঞ্চলের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার উল্লেখ করে আমাদের সঙ্গে কাজ করার বিষয়ে তার সরকারের গভীর আগ্রহের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বলে জানান মাসুদ বিন মোমেন।

দৈনিক সরোবর/ আরএস