মহাখালীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন
প্রকাশিত: ফেব্রুয়ারি ০৩, ২০২৫, ০৭:১৩ বিকাল

সোমবার মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন। চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। বিকেলে বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হন।
এর আগে, বেলা সাড়ে তিনটার দিকে শতাধিক শিক্ষার্থী তিতুমীর কলেজের গেট থেকে মিছিল নিয়ে মহাখালী পৌঁছান। বিকেল পৌনে ৪টার দিকে সড়ক অবরোধের পর তারা রেললাইনও বন্ধ করে দেন। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের আহ্বান জানান।
আন্দোলনে অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, "আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। গতকালের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রেলপথ ও সড়কপথ অবরোধ করেছি।"
অবরোধের ফলে জাহাঙ্গীর গেট থেকে মহাখালী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। এছাড়া, কমলাপুর থেকে আসা উপকূল ট্রেনটি আটকা পড়ে।
এটি ছিল তিতুমীর কলেজের শিক্ষার্থীদের একই দাবিতে গত ১৮ নভেম্বরের পর দ্বিতীয়বার মহাখালীতে রেললাইন অবরোধের ঘটনা।
দৈনিক সরোবর/ইএইচপি