ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

‘মোদির পোস্ট বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি’

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৪:৪১ দুপুর  

বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। বাংলাদেশ ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস যুদ্ধের পর এই দিনে মুক্তি লাভ করে। সেই থেকে প্রতিবছর বাংলাদেশে এই দিনটি নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়। এবার সেই বাংলাদেশের বিজয় দিবসের দিনটিকেই নিজেদের দাবি করেছে ভারত। জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

বিজয় দিবসের দিন সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। যেখানে ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস দাবি করে দেশটির সেনাবাহিনীর প্রতি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। কিন্তু তার সেই পোস্টের কোথায় নেই বাংলাদেশের অস্তিত্ব। যা নিয়েই সামাজিক যোগাযোগামাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন হাসনাত। তার মতে, মোদির এই পোস্ট বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।

১৬ ডিসেম্বরকে বাংলাদেশ নয় ভারতের বিজয় দিবস দাবি মোদির।

মোদির সেই পোস্টের স্ক্রিনশট দিয়ে নিজের ভ্যারিফাইড ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু মোদি দাবি করেছে, এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত।

হাসনাত মোদির এই পোস্ট নিয়ে আরো লিখেন, যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি।

হাসনাত মোদির এমন দাবির পর ভারতের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ও অখণ্ডতার পক্ষে নিজেদের লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন।

 তিনি আরো লিখেন, ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে।

দৈনিক সরোবর/এসএফ