ময়মনসিংহে ট্রাকচাপায় ৫ জন নিহত
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ০৮:১৪ রাত

ফাইল ফটো
ময়মনসিংহের ত্রিশালের ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।
রবিবার সন্ধ্যায় ত্রিশাল-বালিপাড়া সড়কের ছোটপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় বালিপাড়াগামী একটি খালি ট্রাকের সঙ্গে ত্রিশালগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়।
দৈনিক সরোবর/এমকে