ভারতে চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ
প্রকাশিত: জুলাই ১৮, ২০২২, ১১:৫৩ দুপুর

ফাইল ফটো
ভারতে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া। বিধানসভায় আজ (সোমবার, ১৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলবে। ভোট-গণনা হবে ২১ জুলাই।
এ নির্বাচনে ক্ষমতাসীন এডিএ জোটের প্রার্থী সাবেক শিক্ষক দ্রৌপদী মুর্মু (৬৪) আর তার প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী যশবন্ত।
শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদ ও বিধায়ক মিলে মোট ভোটার ২৫৪। জেলাওয়াড়ি কয়েকটি ভাগ করে বিধায়কদের ভোট-পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে কয়েক জন মন্ত্রীকে।
লোকসভার সাংসদদের ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভায় সুখেন্দু শেখর রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। বিরোধী দল বিজেপির হাতে রয়েছে ৭০ জন বিধায়ক এবং কার্যত ১৬ জন সাংসদ।
বিজেপির পক্ষ থেকে রবিবারই তাদের নিউটাউনের একটি হোটেলে রাখা হয়। সেখান থেকেই বাসে বিধানসভায় আসবেন বিজেপির বিধায়ক এবং সাংসদরা।
নির্বাচনে মুর্মু সহজ জয় পাবেন বলে মনে করছে বিজেপিসহ তাকে সমর্থন দেওয়া দলগুলো।
ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রতিনিধিদের ভোটে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
এ নির্বাচনে দেশটির ৪ হাজার ৮০০ এমপি ও এমএলএ নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দেবেন।
২৪ জুলাই বর্তমান প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দের মেয়াদ শেষ হবে। পরদিন ২৫ জুলাই শপথ নেবেন নতুন প্রেসিডেন্ট।
দৈনিক সরোবর/এমকে