অস্ট্রেলিয়ার চার্চে ছুরিকাঘাতে বিশপ আহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪, ০৭:৩৬ বিকাল

অস্ট্রেলিয়ার সিডনির পশ্চিম এলাকায় আততায়ীর ছুরিকাঘাতে এক চার্চের বিশপসহ কয়েকজন আহত হয়েছেন। শপিং মলের পর স্থানীয় চার্চেও ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। হামলাকারীকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়া পুলিশ। খবর বিবিসির।
সিডনিতে দুই দিন আগে এক শপিং মলে হামলার জেরে অন্ততপক্ষে ৬ জনের মৃত্যু হয়। এক ৯ মাসের শিশুকেও সেখানে ছুরিকাঘাত করতে ছাড়েনি আততায়ী। হামলাকারীকে পরে গুলি করে হত্যা করে পুলিশ। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে সিডনিতে পর পর ২ টি ছুরি নিয়ে হামলার ঘটনা উঠে এলো। তবে চার্চের ভেতরে যাদের ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, তাদের গুরুতর জখম নেই। তাদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দৈনিক সরোবর/কেএমএএ