ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

সৌদির দাহরানে যুদ্ধবিমান বিধ্বস্ত

সরোবর ডেস্ক 

 প্রকাশিত: ডিসেম্বর ০৮, ২০২৩, ০৫:৩১ বিকাল  

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে প্রশিক্ষণের সময় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। খবর সৌদি গেজেটের।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি রয়াল এয়ারফোর্সের এফ-১৫এসএ বিমানটিতে দুজন পাইলট ও ক্রু ছিলেন। বিধ্বস্ত হওয়ার পর তারা দুজনই নিহত হয়েছেন।

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তুর্কি আল মালিকি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। কিং আবদুল আজিজ বিমান ঘাটিতে রুটিন প্রশিক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মালিকি। তিনি নিহতদের শহিদি মর্যাদা দিতে সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

দৈনিক সরোবর/এএস