ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

চীনে স্কুলে জিমের ছাদ ভেঙে ১১ জনের মৃত্যু

সরোবর ডেস্ক 

 প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ০৪:৩৮ দুপুর  

ছবি: ইন্টারনেট

চীনে উত্তরপশ্চিমের চিচিহার শহরের একটি স্কুল জিমনেসিয়ামের ছাদ ধসে ১১ জনের মৃত্যু হয়েছে। ওই সময়ে জিমনেসিয়ামটি মেয়েদের ভলিবল দল ব্যবহার করছিল বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, নিহতদের মধ্যে অনেকেই শিশু। যদিও এটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিবিসির খবরে বলা হয়েছে, রবিবারের এই ঘটনার পর ক্ষুব্ধ অভিভাবকরা বিস্তারিত জানার জন্য হাসপাতালে ভিড় করেছেন। শিল্প প্রদেশ হেইলংজিয়াং এর জিমের ভিতরে থাকা ১৯ জনের মধ্যে মাত্র আটজন বেঁচে ছিলেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। স্কুলটি যে কন্ট্রাক্টর বানিয়েছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে।

চীনের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, রবিবার বেলা তিনটে নাগাদ জিমের কংক্রিটের ছাদ ভেঙে পড়ে। তখন জিমে অনেকে ছিলেন। মোট ১১ জন মারা যান। ঘটনাটি ঘটেছে উত্তরপশ্চিম চীনের চিচিহার শহরে।

সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, নির্মাণকর্মীরা ছাদে পারলাইট লাগিয়েছিল। ক্রমাগত বৃষ্টির ফলে তা আয়তনে অনেকটা বেড়ে যায়। এর ফলে ছাদ ধসে পড়ে। নির্মাণ সংস্থার মালিকদের পুলিশ গ্রেপ্তার করেছে।

সামাজিক মাধ্যমে আপলোড করা উপর থেকে তোলা ভিডিওতে দেখা যাচ্ছে, জিমের ছাদ পুরোপুরি ভেঙে গেছে। উদ্ধারকারী দল সেখানে কাজ করছেন।

দৈনিক সরোবর/আরএস