হিজবুল্লাহর সামরিক দপ্তরে ইসরায়েলি হামলা
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৪:০৮ দুপুর

দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী এক ঘোষণায় জানিয়েছে যে, তারা লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহর ১২টি সামরিক সদরদপ্তরে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর এবং এর মিসাইল ইউনিটসহ বেশ কিছু স্থানে হামলা চালানো হয়েছে।
এর আগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় টায়ার এবং নাকোরার মধ্যবর্তী এলাকায় একটি সেনাঘাঁটিতে ইসরায়েলি হামলায় এক লেবানিজ সেনা নিহত এবং আরো ১৮ জন আহত হয়। লেবাননের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ৪০ জনেরও বেশি লেবানিজ সেনা নিহত হয়েছে।
এদিকে ইসরায়েলে তিন শতাধিক ড্রোন ও মিসাইল ছুড়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি আর্মি রেডিওর তথ্য অনুযায়ী, তেল আবিবে হিজবুল্লাহ ৩৪০টি ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। এতে ১১ জন আহত হয়েছে। এছাড়া বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা।
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। ফলে জানুয়ারি পর্যন্ত বৈরুতের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
গাজায় সংঘাত শুরুর পর থেকে লেবাননে এখন পর্যন্ত কমপক্ষে ৩ হাজার ৭৫৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১৫ হাজার ৬২৬ জন। তথ্য: আল জাজিরার
দৈনিক সরোবর/এএস