ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

পাল্টা হামলায় ‘সব ধরনের অস্ত্র’ ব্যবহারের ঘোষণা ইরানের

সরোবর ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৭:৪৬ বিকাল  

ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছে ইরান এবং এই পাল্টা হামলায় ‘সম্ভাব্য সব ধরনের অস্ত্র’ ব্যবহারের কথা জানিয়েছে দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই সোমবার এই ঘোষণা দেন।

ইরান ইসরায়েলের বিমান হামলাকে ‘সীমিত ক্ষয়ক্ষতি’ বলে উল্লেখ করেছে, যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছিলেন।

একটি সাপ্তাহিক টেলিভিশন সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, "ইরান ইসরায়েলি হামলার জবাব দিতে সব ধরনের অস্ত্র ব্যবহার করবে। হামলার ধরণ অনুসারে আমাদের প্রতিক্রিয়াও একই ধরনের হবে।" তবে তিনি এই প্রতিক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা দেননি।

এর আগে রোববার (২৭ অক্টোবর) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ইরানী কর্মকর্তারা ঠিক করবেন ইসরায়েলে হামলা কীভাবে চালানো হবে এবং কীভাবে তাদের শক্তি প্রদর্শন করা হবে। তিনি আরো বলেন, ইসরায়েলের হামলাকে ছোট করে দেখার কিছু নেই, আবার খুব বড় করেও দেখা ঠিক হবে না।

গত শনিবার ভোরে, তেহরান এবং পশ্চিম ইরানে ক্ষেপণাস্ত্র কারখানা ও অন্যান্য সাইটগুলোতে ইসরায়েল কয়েক দফা বিমান হামলা চালায়, যার ফলে ইরানের ৪ সেনা নিহত হন। তথ্যসূত্র: রয়টার্স

দৈনিক সরোবর/এএস