ঢাকা, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ইরানে ইসরায়েলের হামলা পরিকল্পনার মার্কিন গোয়েন্দা নথি ফাঁস

সরোবর ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৮:১২ রাত  

ইসরায়েলের সামরিক বাহিনীর ইরানে হামলার জন্য প্রস্তুতির তথ্য আছে-এমন অত্যন্ত গোপনীয় দু’টি মার্কিন গোয়েন্দা নথি ফাঁস হয়েছে। এসব নথিতে ‘অত্যন্ত গোপনীয়’ লেখা সিল দেওয়া ছিল এবং অন্যান্য চিহ্নে ইঙ্গিত আছে যে এগুলো শুধু যুক্তরাষ্ট্র ও ‘ফাইভ আইস’ মিত্ররা- যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড- দেখতে পারবে।

নথিগুলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত ন্যাশনাল জিওস্পেশাল-ইন্টেলিজেন্স এজেন্সির (এনজিএ) আর এগুলোতে ইসরায়েলের সামরিক অনুশীলন ও অভিযানের প্রস্তুতির অনেক কিছু উঠে এসেছে। নিউ ইয়র্ক টাইমস এ তথ্য  জানিয়েছে।

এনজিএ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা স্যাটেলাইটগুলো থেকে পাওয়া ছবি ও তথ্য বিশ্লেষণ করে থাকে। এই নথি দু’টিতে অক্টোবর ১৫ ও ১৬-র তারিখ দেওয়া আছে। ‘মিডল ইস্ট স্পেকটেইটর’ নামের একটি টেলিগ্রাম একাউন্ট শুক্রবার পোস্ট করার পর থেকে এগুলো অনলাইনে ছড়িয়ে পড়তে শুরু করে।

এসব নথিতে ইসরায়েলি সামরিক অনুশীলনের স্যাটেলাইট ছবির বিস্তারিত বিশ্লেষণ দেওয়া আছে। এগুলো ইরানে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি অংশ বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলের আগের হামলার প্রতিশোধ হিসেবে ১ অক্টোবর দেশটিতে প্রায় দুইশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিশোধমূলক হামলা চালায় ইরান। ইসরায়েল এই হামলার প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছে। এই নিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

একটি নথির শিরোনাম ‘ইসরায়েল: বিমান বাহিনী ইরানে হামলার জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে’। এতে ইসরায়েলের সাম্প্রতিক এক অনুশীলনের বর্ণনা দেওয়া হয়েছে। এটি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য একটি সামরিক অভিযানের মহড়া বলে ধারণা করা হচ্ছে।

এসব প্রস্তুতিতে আকাশ থেকে আকাশে জ্বালানি ভরার অভিযান, তল্লাশি ও উদ্ধার অভিযান এবং ইরান সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র পদ্ধতি অন্য স্থানে সরিয়ে নেওয়ার অনুশীলন।

দ্বিতীয় নথিতে ইসরায়েলি বিমান বাহিনীর আকাশ থেকে স্থলে ক্ষেপণাস্ত্র হামলার অনুশীলন নিয়ে তথ্য আছে। এটিও ইরানে হামলার জন্য ইসরায়েলের প্রস্তুতির অংশ বলে বিশ্বাস করা হচ্ছে। এতে ইসরায়েলের অস্ত্রশস্ত্র ও অন্যান্য সামরিক রসদ কৌশলগত স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগও প্রকাশ পেয়েছে।

নথিগুলোতে ইসরায়েলি সামরিক বাহিনীর গতিবিধি ও অনুশীলনের বর্ণনা প্রকাশ পেলেও সেগুলোতে গোয়েন্দা উপগ্রহগুলো থেকে পাওয়া কোনো ছবি নেই। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সংগ্রহ করা এসব ছবি থেকে ধারণা পাওয়া যাচ্ছে, ইসরায়েল ইরানে হামলার জন্য পূর্ণদ্যোমে প্রস্তুতি নিচ্ছে।
তবে এসব নথিতে ইরানে হামলার জন্য ইসরায়েলে তৈরি করা পুরো পরিকল্পনা প্রকাশ পেয়েছে কি না, তা পরিষ্কার হয়নি।

নথি ফাঁসের এই ঘটনার বিষয়ে জানেন এমন তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, অত্যন্ত গোপনীয় এসব নথি ফাঁসের নিয়ে যুক্তরাষ্ট্র তদন্ত শুরু করেছে। এই কর্মকর্তাদের একজন নথিগুলো ‘সত্য’ বলে নিশ্চিত করেছেন। এই নথি ফাঁসের ঘটনাকে ‘গভীর উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন তিনি। তথ্যসূত্র: নিউ ইয়র্ক টাইমস

দৈনিক সরোবর/এএস