ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

হেজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে ইসরায়েলি হামলা

সরোবর ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৫:০৭ বিকাল  

লেবাননের রাজধানী বৈরুতে হেজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

রবিবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে এই হামলা চালায় তারা।

বিবৃতিতে আরো বলা হয়, হামলায় বেসামরিক হতাহত কমাতে বেশ কিছু পদক্ষেপ আগে থেকেই নেয়া হয়েছিল, যে কারণে ওই এলাকায় আগে থেকে সতর্কতা দেয়া হয়েছিল।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের এই হামলায় আল-হাজ আব্বাস সালামা মারা গেছেন।

আল-হাজ আব্বাস সালামা হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের একজন সিনিয়র কমান্ডার ছিলেন। এ সময় রাদা আব্বাস আওয়াদা এবং আহমাদ আলী হুসেন নামে আরও দুইজন হেজবুল্লাহ যোদ্ধা মারা গেছেন।

ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়, আওয়াদা হেজবুল্লাহর একজন সিনিয়র যোগাযোগ বিশেষজ্ঞ ছিলেন।

এছাড়া হুসেন একটি অস্ত্র তৈরির ইউনিটের প্রধান হিসেবে কাজ করেছেন।

তবে, এই হামলার বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি হেজবুল্লাহ। তথ্যসূত্র: বিবিসি নিউজ বাংলা

দৈনিক সরোবর/এএস