ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি জিয়া পরিষদের র‍্যালি 

ইবি প্রতিনিধি

 প্রকাশিত: নভেম্বর ০৭, ২০২২, ০৪:৩১ দুপুর  

ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১ টায় অনুষদ ভবনের সামনে থেকে র‍্যালি বের করে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ। 

র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি। 

এ সময় সংগঠনটির সাবেক সভাপতি ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান, সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. মমতাজুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুস সামাদ, জিয়া হল প্রভোস্ট  অধ্যাপক ড. মনজুরুল হক ও অধ্যাপক ড. রুহুল আমীনসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান বলেন, জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যে দল প্রতিষ্ঠা করেছিলেন, তা স্বল্পকালীন মেয়াদে তিনি তার লক্ষ্যে অনেকটা পৌঁছে গিয়েছিলেন। নিয়তির পরিহাস দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাকে হত্যা করার মাধ্যমে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। 

তিনি বলেন, আমরা যারা শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী যার যে কাজ সে কাজটা যদি দায়িত্ব নিয়ে পালন করি তাহলে মনে করব আমরা আমাদের নেতার প্রতি সম্মান দেখাচ্ছি। 

পরে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল মালেক।

দৈনিক সরোবর/আরএস