ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বাস-লেগুনা সংঘর্ষে ফরিদপুরে নিহত ৪

ফরিদপুর প্রতিনিধি

 প্রকাশিত: জানুয়ারী ১৯, ২০২৪, ০৮:২৮ রাত  

ফরিদপুরের ভাঙ্গার খাড়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা গেছে, এতে ৪ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। তবে হতাহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার পরপরই সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। যতদূর শুনেছি, ঢাকাগামী সোহাগ পরিবহনের বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

দৈনিক সরোবর/এএস