ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

আ’লীগ সরকারের উন্নয়ন প্রচারে ব্যস্ত মাহমুদা বেগম কৃক

ফরিদপুর প্রতিনিধি  

 প্রকাশিত: আগস্ট ০৫, ২০২৩, ০৪:২৮ দুপুর  

ছবিঃ প্রতিনিধি

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাহমুদা বেগম কৃক। শুক্রবার বিকেলে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজার, চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর বাজার ও বাইখীর চৌরাস্তায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় মানুষের মাঝে তিনি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডের তথ্যচিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন।

politician

গণসংযোগকালে বিভিন্ন পথসভায় মাহমুদা বেগম কৃক বলেন, আমি আপনাদের এলাকার মেয়ে। সুখ-দুঃখে আপনাদের পাশে থাকতে চাই, সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে চাই। জননেত্রী শেখ হাসিনার নৌকা ও আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

আওয়ামীলীগ সরকারের আমলে পদ্মা সেতু, কর্নফুলি ট্যানেল, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য মেগাপ্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা সরকার বয়স্ক ভাতা, বীরমুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা চালু করেছে। যার সুবিধাভোগী প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ। শেখ হাসিনার দুরদর্শীতায় সময়মতো আমরা করোনার টিকা পেয়েছি। সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই।

মাহমুদা বেগম কৃক বলেন, বিএনপি জামায়াত সরকার দেশে অরাজকতা ও সন্ত্রাসবাদের সৃষ্টি করেছিল। আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশকে স্বল্প উন্নত থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। স্মার্ট বাংলাদেশ গড়তে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সরকার প্রধান। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করে আ’লীগকে আবারো ক্ষমতায় আনার আহবান জানান তিনি।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, শেখর ইউপি চেয়ারম্যান মো. কামাল আহমেদ, বোয়ালমারী উপজেলা আ’লীগের সদস্য প্রফেসর মো. মাহিদুল হক, মধুখালী উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ও গাজনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আদর আলী, মধুখালী পৌর কৃষকলীগের যুগ্ম আহবায়ক মির্জা মিজানুর রহমান মিন্টু, ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য ও মধুখালী মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিলি ইসলাম, মধুখালী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা সুলতানা, কামালদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান মিন্টু, বোয়ালমারী পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চামেলী রহমান, শেখর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মোল্যা, সহস্রাইল বাজার বণিক সমিতির সভাপতি মো. টুনু বিশ্বাস, সাবেক ইউপি সদস্য সৈয়দ ইয়ার আলী, পাখি খানসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা।

দৈনিক সরোবর/এএস