সদরপুরে ড্রেজার দিয়ে খাল থেকে মাটি উত্তোলন
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩, ০৩:২৮ দুপুর

ছবি: প্রতিনিধি
ফরিদপুরের সদরপুরে অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমির মাটি কেটে চলছে রমরমা বাণিজ্য। স্থানীয় প্রশাসন ও ভূমি অফিসের নজরদারি না থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশতাধিক ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে প্রভাবশালী মহল। এতে এলাকার ফসলি জমি বিনষ্টের পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ থাকলেও প্রভাবশালী ড্রেজার সিন্ডিকেটের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
জানা যায়, সদরপুর উপজেলার আকোটের চর সহ বিভিন্ন এলাকায় সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে এলাকার প্রভাবশালী ড্রেজার মালিক সিন্ডিকেট স্থানীয় প্রশাসন, উপজেলা এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের নজর এড়িয়ে ফসলি জমি এবং খাল থেকে মাটি উত্তোলন করে চলেছে।
স্থানীয়রা জানায়, ড্রেজার চক্র যে কোনো এলাকায় প্রবেশ করে প্রথমে বিলের মাঝখানে চড়ামূল্যে একটি জমির মাটি ক্রয় করে ২০-৩০ ফুট গভীর করে মাটি ও বালু উত্তোলন করে। পরে পাশের জমিগুলো ভেঙে পড়া শুরু হলে কৃষক ও জমির মালিকরা কম দামে অন্য সব জমির মাটি বিক্রয় করতে বাধ্য হন। এসব ড্রেজার সিন্ডিকেটের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার প্রভাবশালীরা জড়িত থাকায় এ নিয়ে জমির মালিকরা অভিযোগ করার সাহস পায় না। এতে দিন দিন এ উপজেলার কৃষি জমি কমে আসছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান মাহমুদ রাসেল অস্বীকার করে জানান, আমরা প্রতিনিয়তি অভিযান চালাচ্ছি। অভিযোগের ভিত্তিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক সরোবর/ আরএস