ঝিনাইদহে গৃহবধূ হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি স্বামী ও সতীন গ্রেপ্তার
প্রকাশিত: মে ০২, ২০২৩, ০৮:৪১ রাত

ঝিনাইদহে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী স্বামী ও সতীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঝিনাইদহ সদর থানা পুলিশ।
সদর থানার ওসি সোহেল রানা জানান, এ হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী শহিদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী চম্পা খাতুন রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, যৌতুক দিতে অস্বীকার করায় ২০১২ সালের ২৩ জানুয়ারি ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রী মাজেদা খাতুনকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী শহিদুল ও শহিদুলের প্রথম স্ত্রী চম্পা খাতুন। সেসময় মাজেদার আত্মচিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে, চলতি বছরের গত ৭ মার্চ শহিদুল ইসলাম ও চম্পা খাতুনকে মৃত্যু দন্ডের আদেশ দেয় ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান।
দৈনিক সরোবর/আরএস