ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৪:২২ দুপুর  

রাজনৈতিক দল নিবন্ধনের ‘গণবিজ্ঞপ্তি’ সংবিধান ও সংস্কার কমিশনের সুপারিশের পরিপন্থী বলে বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

সোমবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবেদা গোলরুখ রিটটি দায়ের করেন।

আইনজীবী আবেদা গোলরুখ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিটে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আদালতে এদিন রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হলেও তা শুনানি হয়নি।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটির শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী।

রিটকারি আইনজীবী অ্যাডভোকেট আবেদা গোলরুখ জানান, গত ১০ মে জারি করা প্রজ্ঞাপনটি সংবিধান ও সংস্কার কমিশনের সুপারিশের পরিপন্থী বলে আমরা রিটটি দায়ের করেছি।

দৈনিক সরোবর/ইএইচপি