ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

বঙ্গবন্ধু সেতুতে এক সপ্তাহে টোল আদায় ১৪ কোটি

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩, ১২:৩৭ রাত  

ফাইল ফটো

বঙ্গবন্ধু সেতু দিয়ে ঈদ যাত্রায় গত এক সপ্তাহে এক লাখ ৯৬ হাজার ২৫০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় করা হয়েছে ১৪ কোটি সাত লাখ ৭৫ হাজার ১০০ টাকা।

১৬ এপ্রিল রাত ১২ টা থেকে ২৪ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এসব যানবাহন পারাপার ও টোল আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

তিনি বলেন, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২২ হাজার ৪৮৫টি যানবাহন সেতু পারাপার হয়। এতে টোল আদায় হয়  দুই কোটি নয় লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ৩০ হাজার ২৫১টি যানবাহন সেতু পারাপার হয়। এতে টোল আদায় হয় দুই কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা।

মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ৩৬ হাজার ৬৯টি যানবাহন সেতু পারাপার হয়। এতে টোল আদায় হয় দুই কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।

বুধবার রাত ১২ টা থেকে বৃহস্পতিবার রাত ১২ টা পর্যন্ত ৪২ হাজার ৩৬৫ টি যানবাহন সেতু পারাপার হয়। এতে টোল আদায় হয় দুই কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা।

বৃহস্পতিবার রাত ১২ টা থেকে শুক্রবার রাত ১২ টা পর্যন্ত ৩২ হাজার ৫৭৭ টি যানবাহন সেতু পারাপার হয়। এতে টোল আদায় হয় দুই কোটি ৩৩ লাখ ৭৭ হাজার ৩৫০ টাকা।

শুক্রবার রাত ১২ টা থেকে শনিবার রাত ১২ টা পর্যন্ত ১৫ হাজার ৯৭৭ টি যানবাহন সেতু পারাপার হয়। এতে টোল আদায় হয় ৭০ লাখ ৮০ হাজার ৮০০ টাকা।

শনিবার রাত ১২ টা থেকে রোববার রাত ১২ টা পর্যন্ত ১৬ হাজার ৫২৬ টি যানবাহন সেতু পারাপার হয়। এতে টোল আদায় হয় ৮৮ লাখ ৭২ হাজার ৮৫০ টাকা।

হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর উত্তরাঞ্চলের মানুষ নির্বিঘ্নে বাড়ি ও কর্মস্থলে ফিরতে পারছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ঈদ শেষে অনেকেই কর্মস্থলে ফিরছে। মহাসড়কে বাস ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। তবে ট্রাক নেই বললেই চলে। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ দায়িত্ব পালন করছে।

দৈনিক সরোবর/এমকে