আত্রাইয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩, ০৬:৪৩ বিকাল

নওগাঁর আত্রাইয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৬ মার্চ রবিবার উপজেলাধীন পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম ওই ইউনিয়নে বসবাসরত ১৫ বীর মুক্তিযোদ্ধাকে এ সংবর্ধনা দেন।
এসময় চেয়ারম্যান বলেন, বাবা-মা, স্ত্রী-সন্তান বিশেষ করে নিজের জীবনের মায়া ত্যাগ করে দেশ মাতৃকার টানে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পরে দীর্ঘ ৯ মাস সংগ্রাম করে এ দেশ স্বাধীন করেছেন। মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগের বিনিময়ে আজ আমরা স্বধীনভাবে চলতে পারছি। তঁাদের জন্য সামান্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান, মুনসুর রহমান, কাজী রুহুল, নজীবর রহমান, আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার জন্য চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবর্ধনা কালে ক্রেস্ট, কোরানের তাফসির এবং ইফতার সামগ্রী দেওয়া