ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১

রাস্তায় তালের বীজ রোপনের শর্তে ১৩ আসামির মুক্তি

 ভোলা প্রতিনিধি

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৫, ২০২২, ০৮:৪১ রাত  

ভোলায় মাদক মামলার ১৩ আসামিকে রাস্তার পাশে ১০টি করে তালের বীজ রোপনের শর্তে প্রবেশনে মুক্তি দিয়েছেন আদালত।

সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় প্রদান করে। 

১৩ যুবক এই প্রথমবার মাদক মামলায় আসামি হওয়ায় এবং তাদের বিরুদ্ধে আর কোন মামলা না থাকায় সংশোধনের জন্য প্রবেশনে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভোলা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার। 

প্রবেশনে মুক্তি পেয়ে আসামিরা সন্তোষ প্রকাশ করেছেন এবং জীবনে আর কখনো মাদকের সাথে জড়িত হবেন না বলে প্রতিজ্ঞা করেন। ১৩টি পৃথক মামলার আসামিদের বাড়ি ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায়। 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মেজবাহুল আলম বলেন, আসামিরা প্রত্যেকে যুবক। সংশোধন হওয়ার সুযোগ দিয়ে আদালত একটি মহৎ কাজ করেছেন।