ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

আরাকান আর্মির কবল থেকে মুক্ত দুই কার্গো জাহাজ

টেকনাফ প্রতিনিধি

 প্রকাশিত: জানুয়ারী ২০, ২০২৫, ০৪:৩৪ দুপুর  

চার দিন পর ছাড়া পেয়ে টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে আরাকান আর্মির কবজায় থাকা পণ্যবাহী তিনটি জাহাজের মধ্যে দুটি জাহাজ। তথ্য অনুযায়ী আরাকান আর্মির কাছে আরো একটি জাহাজ আটক রয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে জাহাজ দুটি টেকনাফ স্থলবন্দরে পণ্যসহ পৌঁছায়। তবে আরো একটি জাহাজ এখনো ছাড়েনি তারা। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহদুর।

তিনি জানান, গত বৃহস্পতিবার মিয়ানমার থেকে আসার পথে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে ছেড়ে আসা তিনটি পণ্যবাহী জাহাজকে দেশটির রাখাইন সীমান্তে নাফ নদীতে তল্লাশির কথা বলে আটক করে রাখে আরাকান আর্মি। আটকের ৪ দিন পরে সোমবার সকালে আরাকান আর্মি পণ্যবাহী দুটি জাহাজ ছেড়ে দিলে দুপুর ১২টার দিকে জাহাজ দুটি টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়।

তিনি আরো জানান, পণ্যবাহী জাহাজগুলোতে শুঁটকি, সুপারি, কপিসহ বিভিন্ন মালামাল রয়েছে। বাকি আরও একটি জাহাজ এখনো ছেড়ে দেয়নি। তবে ছেড়ে দেবে বলে জানা গেছে।

টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক জসীম উদ্দিন চৌধুরী জানান, মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে ছেড়ে আসা এপারের ব্যবসায়ীদের পণ্যসহ মিয়ানমারের তিনটি জাহাজ আটকে রাখে আরাকান আর্মি। ৪ দিন পর আরাকান আর্মি দুটি জাহাজ ছেড়ে দেয়। বাকি আরও একটি তাদের হাতে আটক রয়েছে। 

দৈনিক সরোবর/ইএইচপি