ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

টেকনাফে অস্ত্রের মুখে জিম্মি করে দুই কৃষককে অপহরণ

কক্সবাজার প্রতিনিধি

 প্রকাশিত: ডিসেম্বর ০৪, ২০২৪, ০৯:০২ রাত  

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুই কৃষককে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ের সন্ত্রাসীরা। এ সময় স্থানীয় তিন জন গুলিবিদ্ধ হন।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় জনতা অপহরণে জড়িত দুই জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

অপহৃতরা হলেন– ওই এলাকার বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫) এবং ভুলু মিয়ার ছেলে জহির (৫০)।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দল বেঁধে পাহাড়ে অপহৃতদের উদ্ধার করতে গেলে ডাকাত দল স্থানীয়দের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় কম্বনিয়া পাড়া এলাকার বাসিন্দা সোহেল (১৮), কায়সার (২০) ও সাকিব (১২) গুলিবিদ্ধ হন।

ওসি বলেন, ‌‘‌‌অপহরণের ঘটনায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

স্থানীয় বাসিন্দা সাইফুদ্দীন আল মোবারক বলেন, ‘‌পুলিশের একার পক্ষে গহিন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণ রোধ করা করা সম্ভব নয়। টিম গঠন করে যৌথবাহিনী অভিযান চালালে অপহরণ রোধ করা সম্ভব হবে। অপহরণ রোধে যৌথবাহিনী গঠন করে পাহাড়ে অভিযান চালানোর দাবি জানাচ্ছি সরকারের কাছে।’

হোয়াইক্যং র‍্যাব-১৫ সিপিসি ২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাদিয়াত জানান, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে র‍্যাবের একটি দল অপহৃতদের উদ্ধারে কাজ করছে। তাদের উদ্ধারে গোয়েন্দা কার্যক্রমও চলমান রয়েছে।’

জানা গছে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৪৭ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯০ জন স্থানীয় বাসিন্দা, ৫৬ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে কমপক্ষে ৭৮ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার ও জনপ্রতিনিধিদের দাবি।

দৈনিক সরোবর/ইএইচপি